প্রকৃতির সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভ পাচ্ছে আমের মুকুল

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ১৪ ফেব্রুয়ারি: চুয়াডাঙ্গা জেলা এলাকায় প্রকৃতির সবুজ পাতা ডেকে দিয়ে শোভ পাচ্ছে আমের মুকুল। জেলার সর্বত্র গাছে গাছে আমের মুকুল শোভা পাচ্ছে। তবে আমের মুকুলে মৌমাছিদের আনা গোনা খুবই কম লক্ষ করা যাচ্ছ। এলাকায় বন জংগল কুমে যাওয়া ও বড় বড় গাছ না থাকায় মৌ-মাছিদের অভয় অরণ্য কুমে গেছে। এছাড়া আমের মুকুলে বিষ প্রয়োগ এবং মৌওয়ালীরা প্রতিনিয়ত মধূ ভাঙ্গার করণে মৌ-মাছিদের বসবাসের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে মৌ-মাছির বিচারণ অনেকাংশে কুমে গেছে। গ্রাম্য ভাষায় কথা আছে, পৌষ মাসে আমের ডালে কুশি, মাঘ মাসে বৌল, ফাল্গুনে গুটি এবং চৈত্র ও বৈশাখে আটি চাটি।

মানে আম পেকে যায়। তার আজ সুত্রপাত গাছে গাছে আমের মুকুলের সমারাহ। এ বছর প্রকৃতিতে গাছে গাছে ব্যাপক হারে আমের গাছে বৌল দেখা যাচ্ছে। আমবাগান কৃষকরা আমের মুকুলের যতœ নিতে শুরু করেছে। প্রকৃতিতে শোভ পাচ্ছে আমের মুকুল। বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ফল আম আর এই আমে যখন বিষ প্রয়োগ করে পাকানো হয়। তখন মানুষ এই অমানবিক কাজ দেখে সবাই অবাক হয়। দীর্ঘ ১ বছর অপেক্ষা করা হয় এ প্রিয় ফল আমের জন্য। আর তাতে যখন বিষ মেশানো হয় তখন এ প্রিয় ফল খাওয়া থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেয়।