masrangatv

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ মার্চ: শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার ও মিতা চৌধুরীকে নিয়ে তৈরী হয়েছে টেলিছবি বোধ। এটি রচনা ও পরিচালনা করেছেন কিশোর মাহমুদ। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত এ টেলিছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন দীপা খন্দকার।

এতে দীপা খন্দকারের বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। টেলি ছবির গল্পে দেখা যাবে,দীপা খন্দকারের স্বামী শতাব্দী ওয়াদুদ একজন বীরাঙ্গনার ছেলে। বিয়ের পর থেকেই বিষয়টি মেনে নিতে পারেননি দীপা খন্দকার। স্বামী স্ত্রীর মধ্যে এমন টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প।

দীপা খন্দকার বলেন, বোধ নির্মিত হয়েছে মহান স্বাধীনতাযুদ্ধ ও তারপরবর্তী নানা ঘটনাকে কেন্দ্র করে। আমাকে এখানে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।জানা যায়, ২৬ মার্চ মাছরাঙা টেলিভিশনে প্রচারের অপেক্ষায় রয়েছে বোধ।