cct_232671

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৬ মার্চ: নাশকতারোধে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বহুতল ভবনে ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন শুরু করা হয়েছে। সোমবার দুপুরে নগরের চাষাঢ়া সমবায় মার্কেট এবং উকিলপাড়া এলাকায় আড়ং ভবনের সামনের সড়কে ও বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি মো: জাকারিয়া, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর তাদেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

সিসি ক্যামেরা উদ্বোধনকালে পুলিশ সুপার ড. খন্দকার বলেন, টানা ৬৮ দিন যাবত নাশকতারোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছি। যদিও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। নাশকতারোধে ব্যস্ত এলাকায় ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরার নজরদারি আওতায় আনা হলে নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ড কমে আসছে এবং অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে।