shilpakala1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় প্র আগামী ২৫ ও ২৬ মার্চ ২০১৫ প্রতিদিন সন্ধ্যা ৬.০০টায় একাডেমী প্রাঙ্গণ নন্দনমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ৬.০০টায় একাডেমী প্রাঙ্গণ নন্দনমঞ্চে আলোচনা আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েল মাননীয় সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধা ও বিশিষ্ট ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাসিনী এবং আলোচকের বক্তব্য প্রদান করবেন ডাঃ নুজহাত চৌধুরী ও আসিফ মুনীর তন্ময়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জলন-দর্শক ও শিল্পী সকলের হাতে মোমবাতি এবং সাথে ‘মরণ সাগর পাড়ে তোমরা অমর তোমাদের স্মরি….সঙ্গীতে ঢাকা সাংস্কৃতিক দল, বহ্নিশিখা, ভাওয়াইয়া দল অংশগ্রহণ করবে।