Boduzaman-1427359490

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান ৷তিনি বলেন, পাকিস্তানের শোষণ থেকে মুক্তির জন্য ৯ মাসের সংগ্রামে আমরা একটি পতাকা, স্বাধীনতা ও ভূ-খণ্ড পেয়েছি৷ তবে অর্থনৈতিক মুক্তি এখনো সম্ভব হয়নি৷

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷দুদক চেয়ারম্যান বলেন, ২৬ মার্চে মহান স্বাধীনতা ঘোষণায় আমরা মুক্তি পেয়েছি৷ এই দিনের তাত্‍পর্যকে সামনে রেখেই দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করা হয়েছে৷ সাধারণ মানুষকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে হবে৷

তিনি বলেন,সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে জাগিয়েতোলার প্রত্যয় নিয়েই দুদক বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে৷ এর অংশ হিসেবে দুর্নীতি প্রতিরোধে সচেতন ও দুর্নীতি বিরোধী মনোভাব জাগিয়ে তোলার জন্য প্রতি বছর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়৷ এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করতে শিখবে৷দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হলো, সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি৷

এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান ৷এ প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে৷