Bhuiyanpur-Tangail-pic-07-04-2014

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২৬ মার্চ: নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রক্ষ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্নানোত্সবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ পঞ্জিকানুযায়ী শুক্রবার ভোর ৫টা ৪৯ মিনিটে শুরু হওয়া লগ্ন শেষ হবে শনিবার ভোর ৬ টা ৷ শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যনত্ম ছিল অমৃত যোগ৷ এ স্নান উত্সবকে কেন্দ্র করে এখানে জমে উঠে তিনদিন ব্যাপী মেলা ৷নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমানা ভাগ করে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র নদ৷ এ নদের তীরে অবস্থিত হিন্দুধর্মালম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ৷ হিন্দু দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে পাপমুক্ত হন৷ লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ পানিকে ব্রক্ষ্মপুত্র নদরম্নপে নামিয়ে আনেন সমভূমিতে৷

পৌরাণিক এ কাহিনীকে স্মরন করে প্রতিবছর চৈত্রমাসে নিধর্ারিত দিনে দেশ বিদেশের লাখ লাখ তীর্থযাত্রী পুন্যলাভের আশায় জড়ো হন৷ প্রেমতলা, অন্নপূর্না, রাজ, কালীঘাটসহ ১৪ টি ঘাটে ও নদের বিভিন্নস্থানে এ স্নান উত্সবে পুন্যতালাভের আশায় বাংলাদেশের হিন্দু ধমর্ালম্বীদের পাশাপাশি পাশ্ববর্তী ভারত, নেপাল ভুটানসহ কয়েকেটি দেশের লোকজনও অংশ নেয়৷ জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন জানান, স্নান উত্সব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব ও আনসারসহ সহাস্রাধিক আইন শৃংখলা বাহিনীর সদস্য কাজ করছে৷ উপর থেকে নজর রাখতে ওয়াচ টাওয়ার এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ৷ এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্প স্থাপন করে পূর্নাথর্ীদের সেবা প্রদান ও মেডিকেল টিম ফ্রি চিকিত্সা প্রদান করবে৷