SHAKIB-1427979739

দৈনিকবার্তা-ঢাকা, ২ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিকেলেই কলকাতার বিমানে চড়েন তিনি। কেকেআরের হয়ে দুটি ম্যাচ খেলেই দেশে ফিরবেন সাকিব। যোগ দিবেন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জাতীয় দলের ক্যাম্পে।আইপিএল শুরু হবে ৮ এপ্রিল। সেদিন ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে সাকিবের দল কলকাতা। একই ভেন্যুতে ১১ এপ্রিল নাইটদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দুটি ম্যাচের জন্য বিসিবির এনওসি পেয়েছেন সাকিব।

বৃহস্পতিবার ঢাকা ত্যাগের আগে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। পাকিস্তান সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মানছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, দেশের মাটিতে আমরাই পাকিস্তানের চেয়ে ফেবারিট। আমাদের সামনে পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের আশাও করছেন তিনি।সাকিবের আশা তার আইপিএল অভিজ্ঞতা পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে কাজে লাগবে। তিনি বলেন, আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তান সিরিজে কাজে লাগবে। বিশ্বকাপের আগে বিগব্যাশে খেলে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সতীর্থদের মাঝে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। এবারও তেমনটি করতে করতে চাই।