দৈনিকবার্তা_DoinikBarta_alal00

দৈনিকবার্তা-গাজীপুর, ৯ এপ্রিল: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়ার প্রায় তিন মাস পর তিনি বৃহস্পতিবার দুপুর কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে জামিনে মুক্তি লাভ করেন।

কাশিমপুরস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ জেলার মো. ফরিদুর রহমান রুবেল জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে সেগুলো যাচাই-বাছাই করে তাকে দুপুর সাড়ে ১২ টার দিকে মুক্তি দেওয়া হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগ গত ২৭ ডিসেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজের বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে পুলিশ। এর তিন দিন আগে রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ এবং সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় পুলিশ। এ ছাড়াও আলালের বিরুদ্ধে ঢাকার চকবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় এবং বিশেষ ট্রাইবুনালে মোট নয়টি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে বৃহস্পতিবার তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।