DoinikBarta_দৈনিকবার্তাMirza-Abbas-ed20150413112401

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ এপ্রিল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসেরনাশকতারদুইমামলারআগাম জামিনের শুনানি সোমবার হাইকোর্টেশেষহয়েছে।বুধবারআদেশদেবেহাইকোর্ট।তিনমামলারএকটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।ওই মামলাটি ছিল দুদকের।সোমবার বিকেলে দুই মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ওবিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ।তিনি বাসায় যাবেন এবং আদেশের দিন হাইকোর্টে আসবেনএ সময়ের মধ্যে তিনি কোথাওযেতে পারবেন না, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলেও আদেশ দেন আদালত।

জামিনের আবেদনেরপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুবহোসেন,সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।শুনানির জন্য বেলা সাড়ে বারোটার দিকে অনেকটা গোপনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস।গ্রেফতার এড়াতে তিনি অবস্থান নেন খন্দকার মাহবুবের কক্ষে।মির্জা আব্বাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল সকালেই। তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন অন্য বেঞ্চে খালেদা জিয়ার তিন মামলার রুল শুনানি থাকার কথা উল্লেখ করে দুপুরে শুনানির আবেদন জানান।পরে আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করে দেন হাইকোর্ট।রোববার জামিনের আবেদনগুলো উপস্থাপন করেন খন্দকার মাহবুব হোসেন।পল্টন, মতিঝিল ও শাহবাগ থানারতিন মামলায় আগাম জামিন নিতে মির্জা আব্বাস সোমবার দুপুরের দিকে হাইকোর্টে যান।শুনানিশেষে মির্জা আব্বাসকে গ্রেফতার-হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করেছে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর।বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।চলতি বছর ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। আর শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ মার্চ দুদক দায়ের করে।প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও গ্রেপ্তারের আশঙ্কায় তিনি জামিন চেয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তার নামে আগে ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারি মামলা থাকার কথা বলা হয়েছে।২৮ এপ্রিল ভোট সামনে রেখে পুরোদমে প্রচার চললেও মামলা মাথায় নিয়ে এই বিএনপি নেতা সামনে আসছেন না। মগ প্রতীক নিয়ে তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।ঢাকা মহানগর পুলিশ আগেই বলে রেখেছে, বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের মধ্যে যারা জামিন না নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের গ্রেফতার করা হবে।