DoinikBarta_দৈনিকবার্তা kafi-declair-thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী যানজটমুক্ত গতিশীল ঢাকা গড়ে তোলার প্রতিশ্র“তি ব্যক্ত করেছেন।তিনি বলেন, নগরের সকল শ্রেণি-পেশা নির্বিশেষে আমরা চাই একটি সবুজ পরিবেশবান্ধব, যানজটমুক্ত ঢাকা। আদর্শ, নীতি ও কর্মসূচির পক্ষে ঢাকার নাগরিকদের দাঁড়াতে হবে। সেটাই নির্বাচনের প্রকৃত গণতান্ত্রিক মর্মবস্তু। সকলের সমর্থন নিয়ে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তুলতে চাই।আবদুল্লাহ আল ক্বাফী বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী অঙ্গীকার ঘোষণা অনুষ্ঠানে এই প্রতিশ্র“তি ব্যক্ত করেন। তিনি ৭১-দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও নাগরিক কমিটির অধ্যাপক এম এম আকাশ।এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন, শিক্ষাবিদ এ এন রাশেদা, ব্যারিস্টার জেনিফার জব্বার, অধ্যাপক আবিদুর রেজা প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে রামপুরায় বাড়ি ধসে ১২ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে নিরবতা পালন করা হয় এবং তুহিন কান্তি দাসের গাওয়া আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচন থিম সংগীত শোনানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিকনেতা আসলাম খান।আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, আমরা চাই স্বচছ ও জবাবদিহিতাসম্পন্ন নগর প্রশাসন ও নগর নেতৃত্ব। দরিদ্র বস্তিবাসী ও শ্রমজীবীদের জন্য চাই উপযুক্ত নাগরিক সেবাসমূহের সুবিধা। চাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুযোগ-সুবিধা।অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতির আবর্জনা সরানোর জন্য জাতীয় আন্দোলনের পাশাপাশি ঢাকা নগরীকে বাসযোগ্য করে তোলার জন্য ক্বাফীকে নির্বাচিত করতে হবে।