DoinikBarta_দৈনিকবার্তা Boat_Sank_bg_941476818

দৈনিকবার্তা-রোম, ১৯ এপ্রিল: লিবিয়া উপকূলের অদূরে মাছ ধরার একটি নৌযান ডুবে ৭শ’ লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌযানটিতে করে অবৈধ অভিবাসী ইউরোপে ঢুকতে যাচ্ছিল।রোববার ইউএনএইচসিআর একথা জানিয়েছে। খবর এএফপি’র।ইউএনএইচসিআর মুখপাত্র কার্লোতা স্যামি জানিয়েছেন, নৌকাটিতে ৭০০ জনেরও বেশি লোক অবস্থান করছিল এদের মধ্যে মাত্র ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লিবিয়া উপকূল থেকে ৬০মাইল (৯৬ কিলোমিটার) দূরে ও উত্তরে ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে ১২০মাইল (১৯৬) কিলোমিটার দক্ষিণে জাহাজটি ডুবে যায় ।মাল্টা নৌবাহিনী এএফপিকে জানিয়েছে, ঘটনার পরপরই বড় ধরনের উদ্ধার অভিযান হয়।উদ্ধার অভিযানে ইতালির বেশ কয়েকটি জাহাজ, মাল্টা নৌবাহিনী ও ঘটনাস্থলের আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলো অংশ নিচ্ছে।চলতি সপ্তাহের প্রথম দিকে লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগরে অপর দুটি অভিবাসিবাহী জাহাজডুবির ঘটনায় ৪৫০ জনের প্রানহানি হয়।চলতি বছর লিবিয়া ও ইতালীর মাঝখানের সমুদ্রবতি এলাকায় এ পর্যন্ত অন্তত ১৫০০ অভিবাসি ডুবে গেছে।