imran

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ এপ্রিল: গতকাল বুধবার রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের কাছে পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান বলেছেন, বাংলাদেশের কাছে এ হার পাকিস্তানের জন্যে অকল্পনীয়, অবিশ্বাস্য।

পাকিস্তান বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইমরান ক্ষোভ প্রকাশ করলেন । আক্রমণ করলেন তার দেশের ক্রিকেট বোর্ডকে। বললেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছে তাদের ক্রিকেট বিষয়ক কোনো জ্ঞানই নেই! আত্মীয়তার সূত্র ধরে বোর্ডে এসে জায়গা করে নিয়েছে তারা। তাদের হাতে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হতে পারে না। ক্রিকেটে আগের সম্মান ফিরে পেতে অস্ট্রেলিয়ার ক্রিকেটের কাঠামোর দিকে তাকাতে বোর্ডকে পরামর্শ দিয়েছেন ইমরান।

এছাড়া তিনি দেশটির ঘরোয়া ক্রিকেটে অব্যবস্থাপনাকেও এ হারের জন্যে দায়ী করেন।পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বলেন, দলের ভালো করতে হলে প্রথমে ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে হবে।তিনি বলেন, আমি কখনও ভাবিনি পাকিস্তান বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হবে এবং ওডিআই র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে চলে যাবে।