DoinikBarta_দৈনিকবার্তা  Tabith-Awal_Mohakhali-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ এপ্রিল: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ২০ দলীয় জোট সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলার যে অবস্থা, সরকারবিরোধী দলীয় প্রচারণার সময় যেভাবে হামলা ও বাধা দেয়া হচ্ছে। তাতে করে সাধারণ ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে সংশয় থাকবেই।শুক্রবার রাজধানীর নাখালপাড়া বড় মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তাবিথ আউয়াল। এসময় তার সঙ্গে স্থানীয় ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তাবিথ বলেন, আমি অন্যকোনো কিছুকে মূল ফ্যাক্টর”বা সমস্যা মনে করছি না। আমার কাছে মূল ফ্যাক্টর হলো জনগণের ভালোবাসা। জনগণ যদি আমাকে ভালোবাসে তাহলে আমার বিরুদ্ধে যতো সমালোচনাই বের করা হোক না কেন আমি জয়লাভ করবোই।

এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই উল্লেখ তিনি বলেন, এখনো নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি। পরবর্তীতে পারবে কি না সন্দেহ আছে। যেভাবে বেগম খালেদা জিয়ার উপর চারবার হামলা করা হলো, অথচ ইসি এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না।শুধু খালেদা জিয়ার উপরে নয়, আমার নেতাকর্মীর উপরও প্রতিনিয়ত হামলা করা হচ্ছে। কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাহলে কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকলো? বললেন তাবিথ।তিনি বলেন, তবে আমাদের একটাই ভরসা, তাহলো জনগণের ভালোবাসা। সেই জনগণ ভালোবাসার যেন বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সে ব্যাপারে ইসিকে যেকোনো পন্থায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিতে হবে।এর আগে সকাল সাড়ে ১০টায় মহাখালী পাবলিক হেলথ গেট (ওযার্ড নং-২০) থেকে তার চতুর্দশতম নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এরপর দুপুর ১২টায় নাখালপাড়া এলাকায় প্রচারণা চালান। নাখালপাড়া বড় মসজিদে জুমার নামাজ শেষে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় প্রচারণা শুরু করেন।এদিকে বিকেল ৪টায় বছিলা উত্তারপাড়া (ওয়ার্ড নং-৩৩) পথসভা করেন তিনি।

এদিকে,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নামাজ পড়তে আসবেন জানিয়ে তার এলাকার একটি মসজিদে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় গণমাধ্যম সমন্বয়ের দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল হারুন সোহেল এ অভিযোগ করেন।শুক্রবার বিকালে তিনি বলেন, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর, নাবিস্কো এলাকায় গণসংযোগের পর পাশের রহিম মেটাল জামে মসজিদে তাবিথ আউয়ালের জুমার নামাজ পড়ার কথা ছিল।তিনি নামাজ পড়তে মসজিদে গেলে সেখানকার পুলিশ বলে, এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নামাজ পড়বেন। তাই তিনি যেন অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যান। পরে তাবিথ ‘নাখালপাড়া বড় মসজিদ’ এ জুমার নামাজ পড়েন জানিয়ে সোহেল বলেন, আমার জানা ছিল মসজিদ এমন একটি জায়গা যেখানে সকলেই আসতে পারে। কিন্তু এই মসজিদেও বিভাজন তৈরি করা হল।

এ অভিযোগ অস্বীকার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন বলেছেন, প্রতিমন্ত্রী মহোদয় ওই মসজিদে নামাজই পড়েননি। তিনি নামাজ পড়েছেন বেগুনবাড়ির ‘সিদ্দিক মসজিদ ঢাল’র মসজিদে।তাবিথ আউয়ালও রহিম মেটাল মসজিদে’ যাননি দাবি করে তিনি বলেন, “তিনি (তাবিথ) নামাজ পড়েছেন নাখালপাড়ার একটি মসজিদে। তাদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।নির্বাচন বিধিতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও ধর্মীয় আচার পালনে বাধা নেই।সকালে মহাখালীতে প্রচার চালানোর সময় তাবিথ বলেন, আমরা আশা করেছিলাম, সরকার জনগণকে ভোটের অধিকার ফেরত দেবে। কিন্তু দেখা যাচ্ছে যতবারই ২০ দলীয় জোট বা বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ততবারই তারা কোনো ভালো উদ্যোগ নিয়ে আসেননি। একতরফা গণতন্ত্র চলছে। সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন,নির্বাচন কমিশন বারবার তাদের মত পাল্টে খুব বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছে। তবে আমরা এখনো আশাবাদী সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের যে পদক্ষেপ নেওয়ার তা তারা নিয়ে ফেলবে।