???????????????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ২৫ এপ্রিল: শনিবার দুপুরে ভূমিকম্পনে গাজীপুরে শ্রীপুরের এক পোশাক কারখানার ভবন দেবে গিয়ে হেলে পড়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোন হাতাহতের খবর জানা যায়নি। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষনা করেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, শনিবার দুপুর ১২ টা ১২ মিনিটের দিকে শ্রীপুরসহ সারা জেলায়ই ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভ’মিকম্পনে শ্রীপুরের নয়নপুর এলাকাস্থিত রিদিশা নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার ৬তলা ভবনটি হেলে পড়েছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যাই। কারখানার ভবনটি ভ’মিকম্পনের কারনে আগের অবস্থানের তুলনায় বর্তমানে হেলে পড়েছে কিনা তা পরিষ্কারভাবে বুঝা যায়নি। তবে শ্রমিকদের দাবি ভ’মিকম্পের পর কারখানার ভবনটি আগের তুলনা কিছুটা হেলে পড়েছে। প্রকৌশলীর মতামত ছাড়া এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে চাননি। এমতাবস্থায় কর্তৃপক্ষ কারখানাটি ছুটি দিয়ে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এঘটনায় হতাহতের কোন তথ্য জানাতে পারেননি তিনি। কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. কাজী ফারুক হোসেন জানান, ভ’মিকম্পনের কারনে কারখানার তেমন ক্ষয়ক্ষতি ও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর কারখানাটি ছুটি দেয়া হয়েছে।