RON_3263
দৈনিকবর্তা, ঢাকা, ২৬ এপ্রিলঃ রাজধানী ঢাকার মিরপুরে আল হেলাল হাসপাতালের কাছে, ঢাকা সি এন জি পাম্প এর বিপরিতে “ওয়েগা এপারেলস” নামক বিল্ডং হেলে গেছে৷ বিল্ডিং হেলে যাওয়া সত্ত্বেও উপরে গার্মেন্টস শ্রমিকদের কর্মরত অবস্থায় দেখা গেছে৷ এই বিল্ডিং এর নিচে রয়েছে টাইলস ও ইলেকট্রনিঙ্ এর দেকান৷ টাইলস ও ইলেকট্রনিঙ্ এর দেকানগুলো যথারিতি খোলা রাখা হয়েছে৷ বিল্ডিং এর সামনে বিপুল সংখ্যক লোকজন ও পুলিশ থাকলেও ভিতরের কোন শ্রমিককে বহিরে আসতে দেওয়া হচ্ছে না৷ তাই যে কোন মুহূর্তে বড় ধরণের দূর্ঘটনার আসংঙ্খা করা হচ্ছে৷ এই রিপোর্ট টি প্রকাশ পর্যনত্ম সংশিস্নষ্ট কোন অধিদপ্তরের উপস্থিতি লৰ্য করা যায় নাই৷