ss-25

দৈনিকবার্তা-ভোলা, ২৬ এপ্রিল: ভোলার চরফ্যাশনে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ডাকাতের মৃত্যু হয়। নিহতের নাম জাফর ইমাম স্বপন (৩৮)। সেই ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাওঃ আবু তাহেরের ছেলে। এঘটনায় জনমনে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার রাত ২ টার দিকে ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিডিআর নুরুদ্দিন বাবুল জমাদারের বাড়িতে স্বপনের নেতৃত্বে ১২/১৫ জনের এক দল ডাকাত হানা দেয়।

বাড়ির মালিক নুরুদ্দিন বাবুল জমাদার ডাকাতে টের পেয়ে বাড়ির পাশ্বতী লোক জনের কাছে মোবাইল ফোন করেন। পরে আশপাশের লোক জন বাড়িতে আসলে ডাকাতরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে দারালো অস্ত্র দিয়ে এলোপাথরী ভাবে হামলা করে পালিয়ে যায়। এতে সিরাজ জমাদার (৫০), মিলন জমাদার (৪০), বাবুল জমাদার (৩৮) ও মিজান জমাদার (২৫) সহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চরফ্যাশন ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় শনিবার দুপুর দেড়টার দিকে স্বপন নামের ১ ডাকাত সদস্যকে স্থানীয় ইউপি সদস্য জিলনের নেতৃত্বে আটক করে লতিফ মিয়ার হাট পোস্ট অফিসের নিছে নিয়ে কয়েক দফা গণধোলায় দেয় স্থানীয়রা। বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল বাশার সহ সঙ্গীয় পুলিশ গিয়ে স্বপনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

সন্ধ্যা ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যায়। এব্যাপারে চরফ্যাশন থানার এসআই ছগির মিয়া বাদী হয়ে অজ্ঞতনামা শতাধীক আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ২৪ তারিখ ২৫/৪/১৫ইং। চরফ্যাশন থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে লাশ ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পক্ষে এখন পযর্ন্ত কেউ থানায় আসেনি। তাই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এঘটনায় ওই এলাকার জনমনে গ্রেফতার অতঙ্ক বিরাজ করছে।