Kurigram

দৈনিকবার্তা-রাজারহাট(কুড়িগ্রাম), ২৮ এপ্রিল: কুড়িগ্রামের রাজারহাটে ভূমিকম্পনে আতংক হয়ে পড়েছে প্রায় ২লক্ষাধিক মানুষ। তাদের মনে এখন সব সময় ভূ-কম্পন । গত শনিবার নেপাল সহ ভারত বাংলাদেশে অতিমাত্রায় ভূ-কম্পন অনুভূত হওয়ার পরও বেশ কয়েকবার রাজারহাটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এছাড়া নেপালে ভয়াবহ ভূমিকম্পের ফলে দূর্যোগ দেখা দেয়। মারা যায় কয়েক হাজার মানুষ সহ প্রাণী। যার ফলে বাংলাদেশে এ আতংক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার ভোর রাতে সকলের মাঝে ভয়াবহ আতংক ছড়ায়। সেটি হলো বিশুদ্ধ খাবার পানির। যার কারণে একে অপরকে সকাল ৭টার মধ্যে পানি সংগ্রহ করতে বলা হয়। এর পর থেকে পানি বিষাক্ত হয়ে যাবে।

সে পানি খাবার কিংবা গোসল করার অনুপযোগী হবে। তাই ভোর রাত থেকে শহর গ্রাম ও গ্রামান্তরের সকলেই পানি সংগ্রহ করতে টিউবয়েলে ভিড় জমায়। এছাড়া মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার মধ্যে আবারো ভূমিকম্পন হবে এবং বাংলাদেশে খুব বেশী মাত্রায় ভূমি কম্পন হয়ে যাবে এ খবর পেয়ে সকলে মাঝে আতংক বিরাজ করে। যার ফলে বিভিন্ন পেশাজীবির মানুষ তাদের নিত্যদিনের স্বাভাবিক কাজ কর্ম থেকে বিরত থাকে। স্কুল কলেজে ছেলে-মেয়েদের যাতায়াত বন্ধ করে দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য দিনের চেয়ে ভূমিকম্পনের ভয়ে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে যায়নি। ভোর রাতে বিষ্ণুপদ মহন্ত নামের এক ব্যক্তিকে চিৎকার দিতে শোনা যায়, তিনি মোবাইল ফোনের সূত্র ধরে সকাল বেলা পানি সংগ্রহের জন্য পাড়া মহল্লায় খবর ছড়িয়ে দেন। তার সাথে কথা বলে জানা গেছে, দিনাজপুর থেকে তার ভাই বিষয়টি জানিয়েছে। এব্যাপারে কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার রাজারহাট ইনচার্জ প্রদীপকান্তি রায় জানান, রংপুর জোন মারাত্মক ভূ-কম্পনে ঝুঁকিপূর্ণ। আর নেপালের মতো রিকটার স্কেলে ৭.৫মাত্রায় ভূ-কম্পন হলে পানি বিষাক্ত হতো। এতে টিউবয়েলের পানি পান করা অনুপযোগী হতো। বাংলাদেশে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়নি। এটি একটি নিছক গুজব ছাড়া কিছু নয়। তাই সকলকে গুজবে কান না দেয়ার অনুরোধ করেন।