image_216266.777

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ এপ্রিল: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সাম্প্রতিক ভূমিকম্পের কারণে ইডেন মহিলা কলেজের ১০০০ আসন বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ফাটল পরিদর্শন করেন। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী হলের ১১তম তলা ও ১০ম তলার একাধিক কক্ষ ও করিডোরের দেয়াল-ফ্লোর খুঁটিয়ে দেখেন। তিনি উপস্থিত প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীগণের মতামত নেন। প্রকৌশলীগণের প্রাথমিক মতামত হলো- ভবনের ভিম বা মূল কাঠামোতে কোনো ফাটল দেখা দেয়নি, বা ক্ষতি হয়নি। দেয়ালে দেখা দেয়া ফাটল ভবনের জন্য মোটেই ক্ষতিকর নয়। শিক্ষামন্ত্রী প্রধান প্রকৌশলীকে ফাটলের গভীরতা, প্রকৌশলগত গুরুত্ব, পরবর্তী প্রভাবসহ আনুষাঙ্গিক দিকসমূহ আরও খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। তিনি সারাদেশের শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হয়ে থাকলে তারও একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। উপস্থিত ছাত্রীরা জরুরিভিত্তিতে হলে ওঠার দাবি জানালেও তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। মন্ত্রী গত ২৫ ও ২৬ এপ্রিল তারিখে ভয়াবহ ভূমিকম্পে নেপাল, ভারত ও বাংলাদেশে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।আগামীকালের মধ্যেই এ প্রতিবেদন প্রদান করবেন বলে জানিয়েছে প্রধান প্রকৌশলী।