DoinikBarta_দৈনিকবার্তা Shajahan-Khan-1

দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে ৯৬ শ্রমিককে পুড়িয়ে মেরেছে। তিনি বলেন, এই শ্রমিকরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছেন। আর এদেরকে এভাবে হত্যা করবে তার বিচার হবে না, তা হতেই পারে না।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধের নামে যারা পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে বিচারের দাবিতে সারাদেশের জনগণকে আন্দোলনে নামতে হবে।নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান যারা পেট্রোল বোমা মেরে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে তাদের শাস্তি দাবি করেন।তিনি বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী পেট্রোল বোমাবাজদের শাস্তির ব্যবস্থা করবেন। বোমাবাজদের শাস্তির ব্যবস্থা না করলে তারা আরো উৎসাহিত হবে। হেলপার-ড্রাইভারদের হত্যার বিচার এ বাংলার মাটিতেই হবে।

নৌ মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত জোট সড়ক পরিবহনের শ্রমিকদের হত্যা করেছে। হত্যাকারী যে হোক তাকে ছেড়ে দেয়া হবে না। ২০১৫ সালে সড়ক পরিবহনের ৫২ জন শ্রমিককে হত্য করেছে বিএনপি-জামায়াত জোট।তিনি বলেন, সড়ক পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সড়ক পরিবহনের শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাথে সাথে জঙ্গি, নাশকতার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ওসমান আলী, প্রাইভেট কার এসোসিয়শনের সভাপতি তারেক মাসুদ, সড়ক শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক ঈসমাইল হোসেন বাচ্চু, বিআইডব্লিউটিসির সিবিএ নেতা মহম্মদ মহসীন,ঢাকা জেলা যানবাহন সড়ক পরিবহনের সভাপতি আব্বাসউদ্দিন প্রমূখ। সমাবেশ শেষে একটি র‌্যালি মুক্তাঙ্গন হয়ে জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের সামনে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রী।