10959840_493774407429791_5216633284973884942_n

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ মে: বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ৫৬ জন ব্যবসায়িকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে টানা ষষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি, চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল।

২০১০ থেকে ২০১৫ পর্যন্ত টানা ছয়বার ব্যবসায়ি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন অনন্ত জলিল। শিল্পক্ষেত্রে অবদানের জন্যই মূলত এই স্বীকৃতি। শিল্প মন্ত্রণালয় এক আদেশে জানায়, বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য নীতিমালা অনুযায়ী সাতটি ক্যাটাগরিতে এই ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।

এদিকে অনন্তর মিডিয়া ম্যানেজার সজিব জানায়, অনন্ত জলিল আবারো সিআইপি নির্বাচিত হওয়ায়, তার প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকমতা-কর্মচারি এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ৭ মে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সিআইপি হিসেবে নির্বাচিত ব্যক্তিদের হাতে পরিচিতিমূলক কার্ড তুলে দিবেন।