Yamaha

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ মে: ২০১৩ সালের কথা। টোকিওতে মোটর শো চলছিল। শোতে একটি মোটর সাইকেল সবার নজরকাড়ে। ওটি ছিল ইয়ামাহার ওয়াইএজেডএফ-আর২৫। সেখানেই মোটর সাইকেলটির অভিষেক ঘটে। এরপর ওটি সারা বিশ্বে মোটর সাইকেল প্রেমীদের হাতে চলে। যদি বাংলাদেশে ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটর সাইকেল চালানোর অনুমতি নেই। কিন্তু প্রতিবেশি দেশ ভারতে নিয়মের কড়াকড়ি নেই। ফলে ভারতের বাজালে অচিরেই আসছে ইয়ামাহার ওয়াইএজেডএফ-আর২৫।ওয়াইএজেডএফ-আর২৫ মোটর সাইকেলটি ২৫০ সিসির। এটির ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ২৪৯ সিসি। ইঞ্জিনের ধরণ টুইন সিলিন্ডার ওয়াটার কুলড। এটির ইঞ্জিনের ঘুর্ণন গতি ৩৫.৫বিএইচডি@১২০০ আরপিএম। টর্কের ঘুর্ণন গতি ২২.১ এনএম @১০০০ আরপিএম।

মোটর সাইকেলটিতে ৬ স্প্রিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স রয়েছে। এটি ঘণ্টায় ১৭৩ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এটির ওজন ১৬৬ কেজি।মোটর সাইকেলটির দু’চাকায় ডিস্ক ব্রেক সংযোজন করা হয়েছে। পেছনের চাকায় টেলিস্কোপিক এবং সামনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার রয়েছে।ইয়ামাহার এই মোটর সাইকেলটি মোটর রেসে অংশ নেয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে। যারা মহাসড়কে গতির ঝড় তুলতে চান এটি তাদের জন্য।ভারতের বাজারে মোটর সাইকেলটি আড়াই লাখ রুপি থেকে তিন লাখ রুপিতে পাওয়া যাবে। এবছরের শেষের দিকে ভারতে এটা পাওয়া যাবে।