pintu-620x330

দৈনিকবার্তা-ঢাকা, ৪ মে: কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু ঘটনা তদন্তে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা অধিদফতর। কমিটির অন্য দুই সদস্য হলেন- কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল চৌধুরী। রোববার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী ৭মে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ইফতেখার আহমেদ এ কমিটি গঠন করেছেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কমিটির সদস্যরা হৃদরোগে আক্রান্ত হয়ে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় কোনো অবহেলা ছিল কিনা এবং জেলকোড অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালনা হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। তদন্তে কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন তারা। ইতোমধ্যে কমিটির সদস্যরা রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রাতেই (সোমবার) তারা রাজশাহী পৌঁছাবেন।এর আগে রোববার (০৩ মে) দিনগত রাত সোয়া ১১টার দিকে পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু কারা কর্তৃপক্ষের কাছ থেকে ভাইয়ের মরদেহ বুঝে নেন। রাতেই রাজশাহী হেতেম খাঁ বড় মসজিদ প্রাঙ্গণে পিন্টুর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে রাত ১১টা ৪০ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।