DoinikBarta_দৈনিকবার্তা 529c7ffd184fed146cccf38038a50c3e

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ মে ২০১৫: ক্যান্সার চিকিৎসায় অগ্রগতির জন্য চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা জানালেন একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ১৩ বছর আগেই জানা যাবে। হার্ভার্ড ও নর্থওয়েস্ট ইউনিভার্সিটির একদল গবেষক এমনটাই দাবি করেছেন। এই গবেষণাপত্রটি অনলাইন জার্নাল ইবায়োমেডিসিনে প্রকাশিত হয়েছে ।বিজ্ঞানীরা জােিনেছন, এক্ষেত্রে সাফল্যের হার ১০০ শতাংশ। একবার পরীক্ষা করে নিলেই সামনের ১৩ বছর আমাদের জন্য কী অপেক্ষা করছে সেটা জানা যাবে। অনেকের কাছে মনে হতে পারে, বিজ্ঞানের পৃথিবীতে এই আবিষ্কার হয়তো বড় কিছু নয়। তবে ক্যান্সার চিকিৎসায় এটা একটা বড় আবিষ্কার হতে চলছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, রোগী যখন হাসপাতালে আসেন তখন পুরো শরীরে ক্যান্সার বাসা বেধেছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, প্রতিটি ক্রমোজমের শেষ প্রান্তে টুপির মতো একটা অংশ রয়েছে। সেটি ডিএনকে সুরক্ষিত রাখে। পরীক্ষায় দেখা গিয়েছে, শরীরে ক্যান্সার বাসা বাধার অনেক আগেই ক্রমোজমের সেই টুপি ক্রমশ জরাজীর্ণ চেহারা নেয়। বিজ্ঞানীরা বিশেষ এই টুপির নাম দিয়েছেন টেলোমিয়ারস। ক্যান্সার হওয়ার আগেই টেলোমিয়ারস স্বাভাবিক অবস্থায় যতটা ক্ষুদ্র তার থেকেও ক্ষুদ্রতর হতে থাকে। আক্রান্তু হওয়ার চার বছর আগে সেটি আর সংকুচিত হয় না।