news_img

দৈনিকবার্তা-ঢাকা, ৯ মে: এবতেদায়ী মাদ্রাসা পরিচালনার জন্যে নীতিমালা অনুমোদনের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন। শনিবার বিকেলে মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে ‘মাদ্রাসা শিক্ষা ধারায় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি উন্নয়ন এবং জাতীয় প্রত্যাশা পূরণ শীর্ষক’ সেমিনারে মোট ১৪ দফা দাবি উপস্থাপন করে সংগঠনটি। নীতিমালা ছাড়াও সেমিনারে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণকে জাতীয় বেতন স্কেলের অর্ন্তভুক্ত করা, মঞ্জুরি চালু করা, প্রাক এবতেদায়ী শ্রেণি চালু ও শিক্ষক নিয়োগের ব্যবস্থা, এবতেদায়ী সমাপনী পরীক্ষা মাদ্রাসা বোর্ডের অধীনে নেয়া, শিক্ষার্থীদের জন্যে উপবৃত্তি ও টিফিন চালু করা, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ ও এমপিওভুক্তির ব্যবস্থা, শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে পদায়ন, এমএলএসএস ও অন্যান্য কর্মচারী নিয়োগ, কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি, মৌলভীদের বিএমএড বা বিএড কোর্স করার সুযোগ প্রদান, ননএমপিও মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা, শিক্ষকদের বেতন স্কেল প্রদানের দাবি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। এ জন্যে মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। মাদ্রাসার শিক্ষকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।মাদ্রাসা শিক্ষাসূচির আধুনিকায়নের পাশাপাশি এতে কারিগরী বিষয় অর্ন্তভুক্তির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহসান উল্যাহ, সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. মাও.একেএম মাহবুবুর রহমান প্রমুখ।