images14.thumbnail

দৈনিকবার্তা-মংলা, ১০ মে: সুন্দরবনের নন্দবালা খালে র‌্যাব-৮ ও বনদস্যু মাইজ্যা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। র‌্যাব-৮ এর (বরিশাল) সিও লে: কর্নেল ফরিদুল আলম জানান, রবিবার ভোরে র‌্যাব সদস্যরা পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় বনের ভিতর দস্যুদের আনাগোনা টের পায়। দস্যুদের কথা বার্তার শব্দ শুনে অভিযানকারীরা বনের মধ্যে প্রবেশ করলে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু মাইজ্যা বাহিনী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর (৩৪) ও রিপন (৩০)। উভয়ের মধ্যে ভোর ৫টা ১০ মিনিটে শুরু হওয়া বন্দুক যুদ্ধ চলে ৫টা ৪০মিনিটি পর্যন্ত। বন্দুক যুদ্ধ শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি একনালা বন্দুক, ১টি শুটারগান, ২টি এয়ারগান, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৩০ রাউন্ড গুলির খোসা, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড, একটি ১২ ভোল্ট’র ব্যাটারী, নগদ টাকা, টোকেনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ মংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব। স্থানীয় জেলেরা নিহত দস্যুদের দেখে তাদের নাম বলতে পারলেও বলতে পারেনি বাড়ির ঠিকানা।