montrisova20150511151401

দৈনিকবার্তা-ঢাকা, ১১ মে: রবীন্দ্র সাহিত্য-দর্শন নিয়ে গবেষণা ও চর্চার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রবীন্দ্র বিশ্বাবিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রবীন্দ্রনাথের স্মৃতি ধরে রাখার জন্য এই বিশ্ববিদ্যালয়।রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর চর্চা ও গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, শুধু রবীন্দ্রনাথ বা ভাষা সাহিত্যের চর্চা হবে না। রবীন্দ্রনাথের ওপর ফোকাস থাকলেও রবীন্দ্রনাথের সৃষ্টি এবং দর্শন, সংস্কৃতির পাশাপাশি অন্যান্য ফ্যাকাল্টিও থাকবে।এরমধ্যে কলা, সংগীত, নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং-টেকনোলজিসহ বিভিন্ন অনুষদও থাকবে। তবে কলা, সংগীত, নৃত্য, চারুকলা ছাড়াও বিশেষভাবে জোর দেওয়া হবে রবীন্দ্রনাথের সৃষ্টি ও দর্শনের ওপর, যোগ করেন মোশাররাফ হোসাইন ভূইঞা।তিনি জানান, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও তেমনি আইন দিয়ে পরিচালিত হবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহাজাদপুরে সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শিক্ষা মন্ত্রণালয়ের আইনটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়িত হল বলে মন্তব্য করেন সচিব।তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ফোকাস থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ও দর্শন এবং বিশ্ব সংস্কৃতি নিয়ে। তবে এ বিশ্ববিদ্যালয়ে কেবল রবীন্দ্রচর্চা বা ভাষা-সাহিত্যচর্চার কেন্দ্র হবে না, পাশাপাশি বিভিন্ন ফ্যাকাল্টি থাকবে। কলা, সংগীত চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ফ্যাকাল্টিও থাকবে।এ বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো দেশের অন্যান্য রাষ্ট্রায়াত্ত বিশ্ববিদ্যালয়ের মতোই হবে।তবে স্বাভাবিকভাবেই এখানে কলা, সংগীত, নৃত্য, চারুকলা ও নাট্যকলা গুরুত্ব পাবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহারে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে পত্র দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (্ইউজিসি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এর অর্থায়ন করবে বলে জানা গেছে।রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার জমিদারির দেখাশোনা করতে ১৮৯০ সালে শাহজাদপুরে আসেন। সে সময় শাহজাদপুর কাচারিবাড়িতেই তিনি অবস্থান করেন।

এদিকে, ব্রিটেনের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৗহিত্রী টিউলিপসহ তিন নারীর বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব এসেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।তিনি বলেন, ব্রিটেনের নির্বাচনে তিন কন্যার বিজয় বাংলাদেশের জন্য এক্সাইটিং। এক সময় ব্রিটিশরা আমাদের শাসন করতো। এখন আমাদের বংশোদ্ভূতরা ব্রিটিশ পার্লামেন্টের রাজনৈতিক অংশীদার।মন্ত্রিসভা তাদের অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।