news_img

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: পাকিস্তানের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে র‌্যাংকিং-এ ক্ষতি হয়নি তাদের। উল্টো লাভই হয়েছে। কারণ সিরিজ হারের পরও ১ রেটিং বেড়েছে টাইগারদের।তবে র‌্যাংকিং-এ আগের জায়গা অর্থ্যাৎ নবম স্থানেই রয়েছে বাংলাদেশ।সিরিজ জিতলেও উল্টো ১ রেটিং কমেছে পাকিস্তানের। তবে ১০২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে তারা। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদেরও রেটিং ১০২। ভগ্নাংশের হিসেবে কিছুটা এগিয়ে থাকায় তৃতীয় স্থানে পাকিস্তান।আর র‌্যাংকিং-এর শীর্ষ দু’টি স্থান দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রোটিয়াসদের রেটিং ১২৪ ও অস্ট্রেলিয়ার ১১৮।

এদিকে, বিশ্ব টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। তবে অধঃপতন ঘটেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। আর নিজের জায়গা ধরে রেখেছেন মোমিনুল হক। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। টেস্ট সিরিজে ৪ ইনিংস ব্যাট করে মোট ২০৩ রান করেন সাকিব। সিরিজ শুরুরআগে ৩৫তম স্থানে ছিলেন সাকিব। সিরিজ শেষে ৩০তম স্থানে উঠে এসছেন তিনি।টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েও র‌্যাংকিং-এ ৩ ধাপ পিছিয়েছেন তামিম। ৪ ইনিংসে ২৭৭ রান করা তামিম বর্তমানে রয়েছেন ২৯তম স্থানে। ৫ ধাপ পিছিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের অবস্থানও। ৪ ইনিংসে মাত্র ৪৪ রান করা মুশফিকুরের অবস্থান ৪৮।টানা ১১ টেস্টে হাফ-সেঞ্চুরির রেকর্ড করা মোমিনুলের র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হয়নি। সিরিজে ১৮২ রান করা মোমিনুল রয়েছেন ২৩তম স্থানে।