pran-up20150513130723

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ মে ২০১৫: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণকে সহায়তা করতে প্রাণ আপ কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। আগামি ২১ মে কলাবাগান মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান প্রাণ বেভারেজ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান। তিনি জানান, কনসার্টে গান পরিবেশন করবেন এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগণ, পাওয়ার ভয়েস এর সজল এবং রেশমী ও এসময়ের জনপ্রিয় অন্যান্য ব্যান্ডদল।তিনি জানান,২১ মে দুপুর আড়াইটায় দর্শকদের জন্যে গেট উন্মুক্ত করা হবে এবং তিনটায় কনসার্ট শুরু হবে। ১৪ মে থেকে ঢাকার সব স্বপ্ন আউটলেট থেকে দর্শকরা এ কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন। টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। দর্শকরা সরাসরি কনসার্টের দিনে কলাবাগান মাঠ থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন বলেও তিনি জানান। প্রাণ আপ একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে এমন একটি কাজে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে গর্বিত মনে করছেন।টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নেপালের দূর্গতদের সাহায্যার্থে প্রদান করা হবে। এ কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে জাগো নিউজ২৪.কম অনুষ্ঠানে ।প্রাণ বেভারেজ লিমিটেড এর ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, ই মেকার্স বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফ সহ প্রাণ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণ ইতোমধ্যে তিন হাজার কার্টন বিস্কুট ও ফ্রুট ড্রিংক নেপালের দুর্গতদের জন্যে প্রদান করেছে।