কলাপাড়া

দৈনিকবার্তা-কলাপাড়া, ১৪ মে ২০১৫: দেশ স্বাধীনের ৪৪ বছর অপেক্ষার পরে অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ছয় গ্রামের আড়াইশ’ পরিবার। গ্রাম ছয়টি হচ্ছে বালিয়াতলী, হাড়িপাড়া, বলিপাড়া, মিঠাগঞ্জ, ইটবাড়িয়া ও বাদুরতলী।বুধবার রাতে বিদ্যুত সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বালিয়াতলী স্টেশনে এ উপলক্ষ্যে আয়োজিত জনসভায় মাহবুবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ শহীদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, অধ্যাপক ইউসুফ আলী, আব্দুল মান্নান খান, মিয়া মো. চান, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ। পল্লী বিদ্যুত সুত্রে জানা গেছে, এ চারটি গ্রামে মোট ৪৪৫ জন গ্রাহক বিদ্যুত সংযোগ পেতে যাচ্ছে। ইতোমধ্যে ২৫১ জনের সংযোগ চালু করা হয়েছে।এজন্য মোট সাত দশমিক ০৯১ কিমি বিদ্যুত লাইন টানা হয়েছে। ব্যয় হয়েছে ৮৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা। একাধিক গ্রাহকরা জানান, তারা বিদ্যুতের সুবিধা পাবেন তা কল্পনাও করতে পারেন নি। বিদ্যুত সরবরাহের আনুষ্ঠানিক উদ্বাধনকে ঘিরে গ্রামগুলোয় বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। গ্রামের সকল শ্রেণির মানুষ বিদ্যুত পেয়ে স্থানীয় এমপি ও প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।