EC2

দৈনিকবার্তা-রাজশাহী, ১৬ মে: উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষনার সাথে সাথে নড়েচড়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা৷ দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে প্রার্থীরা ছুটাছুটি করছেন সিনিয়র নেতৃবৃন্দের কাছে৷দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদকে পূর্ণ রুপে রুপান্তরিত করতে গত বুধবার উপজেলা সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামি ২১ মে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন, ২৩ মে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই, ৩০ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৫জুন৷ নির্বাচনের জারীকৃত পরিপত্র অনুযায়ী উপজেলা সংরক্ষিত নারী আসনে সংশিস্নষ্ট উপজেলায় যতগুলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থাকবে আসন হবে তার এক-তৃতীয়াংশ৷ এই নির্বাচনে প্রার্থী হিসেবে শুধু সংরক্ষিত নারী সদস্যরাই অংশগ্রহণ করতে পারবে৷ সেহেতু দুর্গাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের আওতায় আসন সংখ্যা ৩টি৷ ভোটার সংখ্যা ২৪জন৷

নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার সাথে সাথে নড়ে চড়ে উঠেছেন নির্বাচনে অংশ গ্রহনকারী সম্ভাব্য প্রার্থীরা৷ এই নির্বাচনে দলীয় মনোয়নটাই জয়ের জন্য মুখ্য বিষয় বলে মনে করছেন সম্ভাব্য প্রার্থীরা৷ নির্বাচনে ভোটার সংখ্যা কম হওয়ার কারণে ভোটারদের কাছে না গিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেয়ার জন্য ছুটছেন সিনিয়র নেতৃবৃন্দদের কাছে৷ ইতোমধ্যে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে অংশগ্রহণ করছেন বলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর পৌরসভার নারী কাউন্সিলর রুবিনা পারভীন, ইসমত আরা নয়ন, নওপাড়া ইউপির সংরক্ষিত নারী সদস্য কহিনুর বেগম, কিশমত গনকৈড় ইউপির মেরিনা পারভীন, পানানগর ইউপির বেগম, দেলুয়াবাড়ী ইউপির নাছিমা বেগম, ঝালুকা ইউপির শ্রীমতি সুচিত্রা রানী, মাড়িয়া ইউপির রোজিনা পারভীন উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কহিনুর পারভীন বলেন, নির্বাচনে অংশ গ্রহণের জন্য অনেক পূর্ব থেকেই প্রসত্মুতি নিয়ে রেখেছি৷ আমার রাজনীতিক নৈতিকতা থেকে শতভাগ বিশ্বাস নির্বাচনে আমি নির্বাচিত হবোই হবো৷ সম্ভাব্য প্রার্থী রুবিনা পারভীন বলেন, আমি নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রসত্মুতি নিয়েছি৷ নির্বাচনে জয়ী হতে হলে প্রধান বিষয়টি হলো দলীয় মনোনয়ন৷ দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবো৷ দুর্গাপুর উপজেলা পরিষদ সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, প্রার্থীদের নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করতে হবে৷ মনোনয়ন পত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা৷ নির্বাচনের জন্য শতভাগ প্রসত্মুতি সম্পূনর্্ন হয়েছে৷ আগামি ১৫ জুন সোমবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনে তিনটি আসনের বিপরীতে টি প্রিজাইডিং ও টি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন৷