DoinikBarta_দৈনিকবার্তাVU-Summer-Admission-2015

দৈনিকবার্তা-বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ১৬ মে: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সেমিস্টারের বিশেষ ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত ভর্তি হতে পারবেন। সময়সীমা পার হয়ে গেলে জরিমানা সাপেক্ষে ভর্তি হওয়া যাবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।পরীক্ষা চলাকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।উল্লেখ্য, রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১২ সালের ১৪ মার্চ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়। ৮৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ২হাজার ৮শ।