নারায়ণগঞ্জ গ-১২৭০
দৈনিকবার্তা-প্যারিস , ১৭ মে :  শীতলক্ষা তীরের সেভেন মার্ডার সহ খুন-গুমের বাংলাদেশ সাম্প্রতিককালে যখন পরিণত হয়েছিল এক আতংকের জনপদে, বিদেশ বিভুঁইয়ে তার প্রভাব পড়তে শুরু করে সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তারই অংশ হিসেবে ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ নামে বিশেষ হাইভোল্টেজ শর্টফিল্ম নির্মিত হয়েছে আইফেল টাওয়ারের দেশে। প্যারিস প্রবাসী প্রতিশ্রুতিশীল নির্মাতা ও পরিচালক জাকারিয়া মিঠুর এই শর্টফিল্মের এইচডি ট্রেলার ইতিমধ্যে স্যোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফ্রান্সের রাজধানীতে শ্যুটিং হলেও হলিউড টেকনোলজির সুবাদে শীতলক্ষা তীরের দৃশ্যাবলী দর্শকরা অবলোকন করবেন ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ শর্টফিল্মে। এতে অভিনয় করেছেন ফ্রান্সে বসবাসরত তরুণ-তরুণীরা। অভিনয়ে নবীন হলেও শ্যুটিংয়ে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রত্যেকেই। একজন নিরপরাধ মানুষকে গুম করার পর নৃশংসভাবে হত্যা করে গোটা একটি পরিবারকে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, সেটাই মতিউর রহমান বাবুর কাহিনীতে অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুনভাবে ফুটে উঠেছে এতে।

‘আনন্দ ফ্রান্স’ ও ‘রেড বিডি’র যৌথ প্রযোজনায় শিহরণ জাগানিয়া শর্টফিল্মটিতে প্যারিস প্রবাসী মিউজিশিয়ান আরিফ রানার লেখা ও সুর করা গান নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশে খুন-গুম-অপহরণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদী থিম নিয়ে তৈরী বিশেষ এই প্রোডাকশানটি আসছে ঈদে লন্ডনের জনপ্রিয় একটি চ্যানেলে সম্প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে।