1431863401

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মে: পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক জানিয়েছেন, আগামী ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করবে পুলিশ।রবিবার রাজধানীর পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন,মোটরযান আইন যথাযথভাবে সব জায়গায় অনুসরণ করা হচ্ছে না। দুর্বৃত্তরা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশন না থাকায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে নামবে পুলিশ। আজ এই ঘোষণা দিলাম। ১৫ দিন সময় দেয়া হল। এর মধ্যে মোটরসাইকেল চালক/মালিকদের রেজিস্ট্রেশন করে নিতে হবে।তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করার পর যতদিন রেজিস্ট্রেশন করা হবে না ততোদিন পুলিশের হেফাজতে মোটরসাইকেল থাকবে।তিনি আরো বলেন, ১৫ দিনের মধ্যে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না তারা আবেদনের টাকা জমা দেয়ার রশিদ সঙ্গে রাখবেন। ওই রশিদ দেখালে তাদের ছাড় দেয়া হবে।সারা দেশে যারা নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছেন তাদের ১৫ দিন সময় বেঁধে দেয় পুলিশ।

নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরতে আগামী ৩ জুন সারাদেশে অভিযান শুরু হবে বলে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন।তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে মোটরসাইকেল নিবন্ধনের সময় দেয়া হল।তিনি জানান, পুলিশের অভিযান শুরু হলে কেউ নিবন্ধনের কাগজ দেখাতে না পারলেও বিআরটিএতে নিবন্ধনের টাকা জমা দেওয়ার রসিদ দেখালেও চলবে।কিন্তু কোনো কাগজ দেখাতে না পারলে সেই মোটরসাইকেল পুলিশ নিজেদের হেফাজতে নেবে। যতদিন না বাহক কাগজ দেখাতে পারেন ততদিন বাহনটি পুলিশের কাছে থাকবে।রাজধানীতে বেপরোয়া চলাচলের কারণে এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের দুই চাকার এ বাহনটিকে মূর্তিমান আতঙ্ক বলেছিলেন।গতবছর বিআরটিএর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, মোটর সাইকেলের উৎপাতে ফুটপাতে পথচারীরা শান্তিমতো চলাচল করতে পারে না। এরা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেলকে রাজধানীতে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হিসাবে চিহ্নিত করে সে সময় মন্ত্রী মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধ এবং ‘বেপরোয়া চালকদের’ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।