wmy32k34-290x155 (1)

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মে: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে সাগরে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ সোমবার বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেছেন, সাগরে ভাসছে মানুষ, ভাসছে মানবতা৷ অসহায় মানুষ খাবার ও পানির অভাবে মারা যাচ্ছে৷ অনেককে মেরে ফেলাও হচ্ছে৷ কাজের সন্ধানপ্রার্থী এইসব মানুষ স্বীকৃতি পেয়েছে ‘অবৈধ’ হিসেবে৷ এইসব মানুষ আজ দেশহীন, রাষ্ট্রহীন৷ তাদের প্রতি যেন কারো কোন দায়িত্ব নেই! সাগরে মানবিক বিপর্যয়ে পুঁজিবাদের অমানবিকতা-বর্বরতা ফুটে উঠেছে৷

0063

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, একদিকে সরকার উন্নয়নের দাবি করছে, অন্যদিকে সাগরে মানুষ মরছে৷ ‘দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে’ বলে সরকার দাবি করলেও, সাগরে সাম্প্রতিক মানবিক বিপর্যয় সেই দাবির অসারতাকে স্পষ্ট করেছে৷ অসহায় মানুষ বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে হবে৷নেতৃবৃন্দ আরো বলেন, রাজনীতি আর কূটনীতির কূটচালে অসহায় মানুষের জীবনপ্রদীপ নিভে যেতে পারে না৷ এখন সবচেয়ে বড় কাজ অসহায় মানুষকে বাঁচানো, তাদের উদ্ধার করা৷ এজন্য আনত্মর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন৷ বিবৃতিতে নেতৃবৃন্দ রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মানবপাচার চক্রের বিরম্নদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷