mowdu-660x330

দৈনিকবার্তা-লন্ডন, ২২ মে : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুনপ্রতিষ্ঠিত গণতন্ত্র অ্যাবহত রাখতে সচেষ্ট বিএনপি৷ তাই গণতন্ত্র অব্যাহত রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ৷তিনি বলেন,গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারব৷রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মওদুদ আহমদ এ সব কথা বলেন৷ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এ যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷রাজধানীসহ সারাদেশে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে৷

ব্যারিস্টার মওদুদ বলেন, বাকশাল হটিয়ে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন সে গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে৷ যতদিন পর্যন্ত হারানো গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই৷ খালেদা জিয়ার নেতৃত্বে এ আন্দোলন চলছে এবং চলবে৷তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন৷ সিপাহী-জনতার অভূ্যত্থানে সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল৷ তার প্রমাণ জিয়া রাষ্ট্র পরিচালনায় এসে সামরিক আইন জারি করেননি, সংবিধান স্থগিত করেননি, সংসদ ভেঙে দেননি৷ সংবিধান মেনে তিনি রাষ্ট্র চালিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছেন৷ জিয়ার প্রতিষ্ঠিত সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি৷

দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনা প্রয়োজন উল্লেখ করে এজন্য দেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন ব্যারিস্টার মওদুদ৷সংবাদ সম্মেলনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃতু্যবার্ষিকী (৩০ মে) উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান৷

তিনি জানান, জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকীতে ২৭ মে আলোচনা সভা করবে মহিলা দল৷ এরপর ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিউটশনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে৷ ওই দিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে৷ পরদিন ২৯ মে-ও থাকছে দেশব্যাপী আলোচনা সভা৷৩০ মে জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকীর দিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সমাধি প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে৷ এরপর প্রয়াত এ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে৷

এদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সবগুলো কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে৷ পাশাপাশি উত্তোলন করা হবে কালো পতাকা৷ এছাড়া, নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহিলা দল সভাপতি নূরী আরা সাফা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি আবদুল মালেক, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ৷