pat

দৈনিকবার্তা-পাইকগাছা(খুলনা), ২৪ মে: অনুকূল আবহাওয়ায় খুলনার পাইকগাছায় পাটের আবাদ ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৪২৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট অধিদপ্তর থেকে কৃষকরা পাটবীজ ভূর্তুকী পাওয়ায় পাটচাষে কৃষকরা আরো উৎসাহিত হয়েছেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৪ শত ২৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে তোষা ৪’শ ২০ হেক্টর ও দেশী ৮ হেক্টর। লবণাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর ১৫ হেক্টর, হরিঢালী ১৭৭ হেক্টর, কপিলমুনি ১৭২ হেক্টর, রাড়–লী ৬০ হেক্টর ও চাঁদখালী ইউনিয়নে আংশিক এলাকায় ৪ হেক্টর পাটের আবাদ হয়েছে।

উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন, মোস্তাক আলী, আবুল কাশেম জানান, পাট চাষের জন্য জমিতে জো থাকায় সময়মত পাট বীজ বপন করতে পেরেছেন। তবে ঠিকমত শ্রমিক না পাওয়ায় অধিক পয়সা দিয়ে পাটক্ষেত পরিচর্যা করতে হচ্ছে। কৃষকরা তোষা ও ৯৮৯৭, ৯৮৯৪ ও বঙ্কিম জাতের বীজ বেশি বপণ করেছেন। এ জাতের পাট উঁচু ও বেশ মোটা হয় এবং ছাল পুরো হয়। এতে পাটের আশ বেশি পাওয়া যায়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পাট অধিদপ্তর থেকে উপজেলার ১ হাজার কৃষকের মধ্যো বিনামূল্যে ২ হাজার কেজি পাটবীজ বিতরণ করা হয়েছে। পাটবীজ ভূর্তুকী পেয়ে কৃষকরা আরো উৎসাহিত হয়েছেন। তাছাড়া এ বছর সময়মত বৃষ্টি হওয়ায় কৃষকরা ঠিকমত পাটের বীজ বপন করতে পেরেছেন। কৃষকদের পাটের চারা ৬ ইঞ্চি থেকে ১ ফুটের মধ্যে উঁচু হলে পাটক্ষেতে আবারও সেচ দিতে বলা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আশানুরূপ ফলন পাওয়া যাবে।