25-05-15-PM_Comilla-6

দৈনিকবার্তা-কুমিল্লা,২৫ মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল৷ আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো৷ সোমবারবিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা শহরের টাউল হলে আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷সেখানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম প্রমুখ৷ অধ্যাপক শান্তুনু কায়সার অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন৷ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আখতারী মমতাজ স্বাগত বক্তৃতা করেন৷ জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ধন্যবাদ জ্ঞাপন করেন৷এর আগে প্রধানমন্ত্রী ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ হেলিকপ্টার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে শোষণ বঞ্চনা মুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে পারলে কবি কাজী নজরম্নল ইসলামের স্বপ্ন পূরণ হবে৷ সকল ভেদাভেদ ভুলে গিয়ে নজরম্নলের চেতনায় উদ্বুদ্ধ শোষণ ও বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কবি নজরুল এ লক্ষ্যে আমাদের জন্য একটি বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবেন৷শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জাতির জনক বঙ্গবন্ধু এবং জাতীয় কবির স্বপ্ন অনুযায়ী সব ধরনের শোষণ-বঞ্চনা মুক্ত একটি আলোকিত সমাজ গড়ার লৰ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে৷তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের লড়াই ছিল একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা৷ নজরুলও একই আদর্শের পূজারী ছিলেন৷তিনি আরো বলেন, নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু ‘জয়বাংলা’ শেস্নাগানটি বেছে নিয়েছিলেন৷তিনি বলেন, জাতির জনকের ভরাট কন্ঠ এবং নজরম্নলের গান জাতিকে স্বাধীনতা লাভের জন্য অনুপ্রেরণা যুগিয়েছিল৷নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের ১১৬তম জন্ম জয়নত্মীর জাতীয় কর্মসূচি কুমিলস্নায় উদযাপন করা হচ্ছে৷ এখানে কবির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে৷ এটি কুমিলস্নার জনগণের গর্ব ও আনন্দের বিষয়৷

প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুল বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন৷ তার লেখা অসাধারণ সব লেখা৷ তার লেখা গান কবিতা আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা দিয়েছে৷ জাতির পিতা তার সঙ্গে নজরুলের ঘনিষ্ঠতার কথা আত্মজীবনীতে উল্লেখ করেছেন৷ আমরা মুক্তিযুদ্ধের সময় যে ‘জয় বাংলা’ স্লোগান দিতাম সেটি কবি নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন৷তিনি বলেন, ১৯২১-২৪ সাল পর্যন্ত নজরুল কুমিল্লায় এসেছেন বারবার৷ তিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ লেখা এখানে থেকে লিখেছেন৷ তার লেখায় ধনী-দরিদ্র, নারী-পুরুষের বৈষম্যের কথা উঠে এসেছে৷ তার লেখার মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষ অর্থাত্‍, কুলি, হরিজন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক কেউ বাদ যায়নি৷

প্রধানমন্ত্রী বলেন, নজরুলের কবিতা পড়লে মনে হয় এমন একটি বিষয় নেই যেটি তিনি স্পর্শ করেন নি৷ তার অসামপ্রদায়িক চেতনা আমাদের প্রেরণা যোগায়৷ অসামপ্রদায়িক চেতনা লালন করায় তাকে অনেক কথা শুনতে হয়েছে৷ তিনি অনেক ইসলামী সংগীতও রচনা করেছেন৷ আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নজরুলের লেখাগুলোই ব্যবহার করা হয়৷ একইসঙ্গে হিন্দুদেনর পূজা পার্বন নজরুলের শ্যামা সংগীত, কীর্তন ছাড়া হয় না৷