Songhorsho2-216x160

দৈনিকবার্তা-পটুয়াখালী, ২৬ মে: পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামের বৈশাখী বাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জেড়ে জমিজমা ও আরো কিছু বিষয় নিয়ে ওই এলাকার মন্নান মৃধা ও জামাল খা দুটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় এ সংঘর্ষে উভয় পক্ষ দা, চল সহ ধাড়ালো অস্ত্র ব্যবহার কওে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে পটুয়াখালী ২৫০শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আশংকাজনক অবস্থায় এক শিশুসহ ৫ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন মেহেদী, মাসুম খান, মজিবর, ফারুক, সেলিনা, কহিনুর, শাহাদৎ, মমতাজ, মোহসীন।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় পরস্পর বিরোধী দুটি মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সোবাহান খা, মন্নান মৃধা, মন্নান খা, নিজাম মৃধা ও হাসান মৃধা।