ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কেরির বৈঠক জেনেভায়
দৈনিকবার্তা-ওয়াশিংটন, ২৯ মে ২০১৫ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসের পরিচালক জেফ রাথকি সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৩০ জুন নাগাদ ইরানের যুগান্তকারী পরমাণু চুক্তিকে সামনে রেখে একের পর এক বৈঠকের অংশ হিসেবে উভয়ের এ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাথকি বলেন, নিউউয়র্কে এপ্রিল মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন। ইরান বিষয়ে পি৫+১ দেশের চলমান আলোচনার অংশ হিসেবে উভয় পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক করতে যাচ্ছেন।
পি৫+১ভুক্ত দেশগুলো হলো ব্রিটেন, চীন, ফ্রান্স,রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে এসব দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেনেভা যাওয়ার আগে কেরি নাইজেরিয়া যাবেন। জেনেভায় বৈঠক শেষে কেরি স্পেন সফর করবেন। উল্লেখ্য গত ২ এপ্রিল ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে পি৫+১ দেশগুলো ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে। আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে। এ লক্ষে ভিয়েনায় বুধবার থেকে দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে।