Gournadi  Photo 31-05-15দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩১ মে: সংবাদদাজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়নত্মী উপলক্ষে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে গতকাল গৌরনদীর সিসিডিবি চত্বরে নজরুল সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জ উপজেলার কবি লেখক ও শিল্পীরা আবৃতি নৃত্য গানসহ কাজী নজরুলের জীবনীর উপর আলোচনা করেন৷

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরম্নল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর ড. নীলকানত্ম বেপারী৷ বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, উপদেষ্টা স্বপন কুমার মন্ডল, এ,কে আজাদ আগরপুর উত্তরন শিল্পী গোষ্ঠীর সাধারনে সম্পাদক প্রফেসর আঃ হাকিম, সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড দোবে, নলচিড়া হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক কবি মোহাম্মদ আলী, বার্থী মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন বাবু দত্ত, বাশাইল কলেজের প্রভাষক ও বাশাইল সাহিত্য পরিষদের অহবায়ক সাহিত্যিক দীনেশ জয়ধর, মালিহা মিউজিক একাডেমীর পরিচালক আবুল শিকদার, বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, খাঞ্জাপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুরেশ দাস ৷ বক্তব্য রাখেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি সাঈদ বীন ভ্থইয়া পান্নু, ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, নির্বাহী সম্পাদক কবি অবিচল আঃ মান্নান, কবি মোঃ জয়নাল আবেদীন, কবি ফাতেমা জান্নাত চাদনী, লেখক ঝর্না দাস লাবনী, প্রবন্ধকার সোহরাব হোসেন, লেখক শ্রী কৃঞ্চ চক্রবর্তী প্রমূখ৷ আবৃতি করেন কবি পলাশ তালুকদার, মুশফিক শুভ ৷ নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও খ্যতিমান শিল্পী মোঃ ফিরোজ মিয়া, শিল্পী বুসরা জাহান, আবিন, দীপা দাস, প্রতিভা , নুসরাত জাহান ইরিন, তাসমিনা জান্নাত হানি, সেজুতি অরম্নন ধুপী, ও মালিহা মিউজিক একাডেমীর শিল্পীরা৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন চন্দ্রদ্বীপের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন৷