DoinikBarta_দৈনিকবার্তা_1430824482

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।তিনি বলেন, বিশেষ করে তরুণ সমাজকে ধূমপান থেকে বিরত রাখতে সকল অভিভাবককে সচেতন হতে হবে।স্বাস্থ্যমন্ত্রী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ কর।স্বাস্থ্য সচিব সৈয়দ মনজরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।

রোগীদের ধূমপান না করার পারমর্শ দিতে ডাক্তারদের প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আমি সকল ডাক্তারদের প্রতি আহবান জানাবো। আপনারা রোগী দেখার সময়ে তাদের বলবেন, তারা যদি ধূমপান করে তাহলে তাদের সেবা দেওয়া হবে না। আপনারা যদি এই ধরনের ভয় দেখান তাহলে দেখবেন ধূমপান অনেক অংশে কমে যাবে।তিনি বলেন, আসুন তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলতে আমরা সবাই এক সাথে কাজ করি। ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। যাতে করে তরুণ সমাজ ধ্বংসের পথে না যায়।পরে স্বাস্থ্যমন্ত্রী মাদক বিরোধী প্রচারণায় বিশেষ অবদানের জন্য ১টি সরকারি প্রতিষ্ঠান, ১টি বেসরকারি প্রতিষ্ঠান, ১টি এনজিও ও একজন সুশীল সমাজের প্রতিনিধিকে সন্মাননা প্রদান করা হয়।