R U Class Suspend News 8-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ০৮ জুন: প্রস্তাবিত ‘বৈষম্যমূলক’ অষ্টম বেতন কাঠামো ফের নির্ধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে ক্লাস বন্ধ রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম বেতন কাঠামো ফের নির্ধারণের দাবিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে সোমবার তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবে। তবে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা আগের মতোই চালু থাকবে।’ গত ২ জুন একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অন্তত পাঁচ শতাধিক শিক্ষক।