Anisul-Haq_01_newsnextbd

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জুন: আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ২০০৬ সালের তথ্য প্রযুক্তি আইন সংশোধন করে তা আরো যুগোপযোগী করা হবে৷ ব্লগিংয়ের মাধ্যমে সৃষ্ট অপরাধ প্রতিরোধেও নতুন আইন প্রণয়ন করা হবে৷রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘তথ্য প্রযুক্তি আইন শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী মঙ্গলবার এসব কথা বলেন৷ লন্ডনভিত্তিক সংস্থা ‘আরিটকেল ১৯’ এ আলোচনা সভার আয়োজন করে৷আইনমন্ত্রী বলেন, ব্লগিংয়ের মাধ্যমে বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে৷ এসব অপরাধ প্রতিরোধে আইন করা হবে৷ ব্লগার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে৷তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন বাসত্মবায়নে কাজ করছে৷ এখন ডিজিটাল অপরাধও বেড়েছে৷ ডিজিটাল অপরাধ নির্মূলে নতুন আইন করার চিনত্মা করছে সরকার৷ তিনি বলেন, বস্নগারদের অবস্থান ও আইডেন্টিফিকেশন নিয়ে অনেকে কথা বলা হয়েছে৷ বস্নগাররা স্বাধীনভাবে নিজেদের মনোভাব প্রকাশ করবেন৷ লেখালেখি করবেন৷ তবে যারা বস্নগারদের টার্গেট করে হামলা ও হত্যার ষড়যন্ত্র করছেন তাদের নির্মূলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷আইনমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমাদের চলতে হবে৷ আইসিটি এ্যাক্ট-২০০৬ এর পরিবর্তন, সংশোধনের প্রয়োজন রয়েছে৷ সময় ও পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে৷

আলোচনা সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক এমপি বলেন, প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ব্যবহারকারী বাড়ছে, যা আমাদের জন্মহারের চেয়ে বেশি৷ দেশে ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র ১০ লাখ৷ বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৪ কোটির ওপরে৷ অনলাইনে কোনো কিছু প্রকাশ করলে তা দ্রম্নত বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে৷ বিশাল এই অনলাইনের সঙ্গে যারা জড়িত তাদের জন্য আনত্মর্জাতিকভাবে অনলাইন আইন প্রয়োগ প্রয়োজন৷তিনি বলেন, আইসিটি অ্যাক্ট নিয়ে উন্মুক্ত আলোচনার জন্য একটি সাউট তৈরি করা হয়েছে৷ এ সাইটে সকলেই মতামত দিতে পারবেন৷ সকলের মতামতের ভিত্তিতেই তথ্য-প্রযুক্তি আইনকে আরো যুগোপযোগী করে আইন সংশোধন করা হবে৷

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আর্টিক্যাল ১৯-এর নির্বাহী পরিচালক থমাস হিউজ৷আর্টিক্যাল ১৯’-এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোসত্মাফা জব্বার, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল শাখার প্রধান অ্যাড্রিয়ান জনস, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শিরিন আকতার, হোসনে আরা বেগম ডালিয়া ও রুসত্মম আলী ফরাজিসহ সাংবাদিক এবং অনলাইন অ্যাকটিভিস্টরা৷