image_105072
দৈনিকবার্তা-বগুড়া, ১০ জুন:
 
বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০গ্রাম হেরোইন সহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গ্রেপ্তার হওয়া তাইনুস আলী(৩৮) ও তাঁর স্ত্রী হালিমা বেগম(৩০) চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার ধানশুরা গ্রামের বাসিন্দা।থানা সূত্রে জানা যায়, তাইনুস আলী ও তাঁর স্ত্রী হালিমা বেগম একটি হিরো স্পিলিন্ডার ১০০সিসি মোটরসাইকেল যোগে নাচোল সিমান্ত এলাকা দিয়ে জয়পুরহাটের আক্কেলপুর হয়ে দুপচাঁচিয়ার পথে আসছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল এর পরিদর্শক ফোর্স নিয়ে দুপচাঁচিয়া মর্ত্তুজাপুর নামক স্থানে তাঁদের আটক করেন। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেট হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫০লাখ টাকা বলে দাবি করেন পরিদর্শক মনিরুজ্জামান। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ১৯(১) এর ১(খ) ধারা মতে মনিরুজ্জামান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী হিরোইন সহ স্বামী-স্ত্রীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।