fiz0hecl

দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নাশকতার অভিযোগে সাত মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।বুধবার হাইকোর্টের আদেশ স্থগিতে আনা রাষ্ট্র পক্ষের আবেদন বিষয়ে চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নো অর্ডার’ আদেশ দেয়। ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল থাকলো বলে জানান আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।রফিকুল ইসলাম মিয়ার পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এডভোকেট এ জে মোহাম্মদ আলী।গত ২৬ মে হাইকোর্ট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিন আবেদন গ্রহণ করে তাকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়। বিএনপি নেতৃত্বধীন জোটের অবরোধকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা দায়ের করা হয়।