bino_515781089

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুন: দেশীয় সংগীতের অন্যতম আয়োজন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের গত কয়েক আসর হয়েছে দেশের বাইরে। দশম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ১৫ জুন সন্ধ্যা ৭টায় শুদ্ধ সংগীতের বিশ্বায়ন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হবে এটি।

আয়োজকরা জানান, সংগীতের মোট ১৮টি শাখায় পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনা। এ ছাড়া দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার। অনুুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।সমালোচকদের বিচারে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত, আধুনিকসংগীত, নবাগত শিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, চলচ্চিত্রের গান, অ্যালবামের মোড়কের নকশা, শব্দ প্রকৌশলী, ব্যান্ড, মিউজিক ভিডিও নির্মাতা বিভাগে এবং দর্শক পছন্দে দেওয়া হবে আধুনিক গান, সেরা ব্যান্ড, নবাগত শিল্পী, চলচ্চিত্রের গান ও ফিউশনে পপুলার চয়েস।