Arif

দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল), ১৮ জুন: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বাইপাস মোড় থেকে অস্ত্র মামলায় ১৪ বছর সাজাপা্রপ্ত পলাতক আসামী ছাত্রলীগ নামধারী ক্যাডার আরিফ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে৷

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সুজনকাঠি গ্রামের ওয়াজেদ তালুকদারের ছেলে আরিফ তালুকদার৷ তাকে ২০০১ সালে একটি অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করে৷ তখন তার বিরুদ্ধে আইনে অস্ত্র মামলা হয়৷ (মামলা নং- জিআর ২৬/২০০১)৷ ওই মামলায় ২০০২ সালে আদালত তাকে ১৪ বছরের সাজা দেয়৷ তার পর থেকে সে পলাতক ছিল৷ বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ তালুকদারকে উপজেলা সদরের বাইপাস মোড় থেকে ওসি মো.মনিরুল ইসলাম এবং এএসআই মিজান গ্রেফতার করে৷ তার বাড়ি উপজেলার সুজনকাঠি গ্রামে৷ তার পিতার নাম ওয়াজেদ তালুকদার৷ সে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছেন৷ এব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি মো.মনিরুল ইসলাম জানায়, ২০০১ সালের একটি অস্ত্র মামলায় আরিফের ১৪ বছরের সাজা হয়৷ রায় ঘোষনার আগে থেকেই আরিফ পলাতক ছিল৷ তাই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে৷ গোপনে তার আস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে৷

তার বিরুদ্ধে স্থ্ানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০১১ সালের শেষের দিকে পূর্ব সুজনকাঠী গ্রামের ইতালী প্রবাসী দুলাল সরদারের বাড়ি গিয়ে চাঁদা দাবি করে আরিফ৷ এসময় স্থানীয়দের তোপের মুখে নিজের ব্যবহৃত মটরসাইকেল ফেলে আরিফ পালিয়ে যায়৷ ২০১২ সালে আরিফ আরো বেপরোয়া হয়ে ওঠে৷ আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করেছিল৷ নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, একই বছর অনেক ব্যবসায়ী, ঠিকাদার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস পাড়ার লোকজন তার হাত থেকে রক্ষা পায়নি৷ বেসরকারী সংস্থা ওয়ার্ল্ডভিশনের একটি বিলবোর্ড গৌরনদী-আগৈলঝাড়া প্রধান সড়কের ফুল্লশ্রী নামক স্থান থেকে রাতের আঁধারে খুলে নিয়ে বিক্রি করে এই আরিফ৷ বাগধা ইউনিয়নের খোকন শীলের দলিলপত্র ও টাকা ছিনিয়ে নেবার অভিযোগে খোকন শীল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং-৯(২১-৫-২০১২)৷ এছাড়াও কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকার ছেলে মেয়েকে আটকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এই আরিফ তালুকদার৷ এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় অসংখ্যা অভিযোগ রয়েছে৷ ভয়ে অনেকে অভিযোগ করতে সাহস পাচ্ছে না৷