Jhenidah roads office Photo 24-06-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৪ জুন: ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগে ২য় দিনেও তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ঠিকাদাররা৷ বকেয়া পাওনা প্রায় ৯ লাখ টাকা বিলের দাবীতে বুধবার দুপুর ১২টার দিকে অফিসের মুল গেইটে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ কর্মসুচি পালন করে৷পরে সড়ক ভবন চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠিকাদাররা৷ মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ এসময় ঠিকাদাররা সড়ক ও জনপথ অফিসের মুল গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে৷ বিৰোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সভাপতি অশোক ধর, যুগ্ম-আহবায়ক আব্দুল হাকিম, সরোয়ার জাহান বাদশা, বাবুল আজাদসহ প্রমুখ বক্তব্য রাখেন৷ ঠিকাদাররা জানান, সড়ক ও জনপথ বিভাগের কাছে গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরের ঠিকাদারদের প্রায় ৯ কোটি টাকা পাওনা রয়েছে৷ কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়া স্বত্তেও আমাদের টাকা পরিশোধ করছে না৷