Gazipur-raly-md20150526135524

দৈনিকবার্তা-গাজীপুর, ২৭ জুন ২০১৫: গাজীপুরে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুটি পৃথক বাজারে ক্যাম্পেইন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকাস্থিত আলহাজ্ব সামসুদ্দিন সরকার সুপার মার্কেট প্রাঙ্গনে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। ওই মার্কেটের পরিচালনা কমিটির সহসভাপতি খন্দকার জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, সাংবাদিক মুজিবুর রহমান, মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, নারায়ন সাহা, জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন, সারফুদ্দিন, আবু তালেব, আবু হানিফ প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দুপুরে মহানগরীর সালনা পশ্চিম বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অনূরুপ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, বাজার কমিটির সভাপতি বিল্লাল হোসেন, সহসভাপতি হোসেন রনি প্রমুখ।জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান জানান, তার কার্যালয়ের উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী গাজীপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে যে কর্মসূচি গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে সারা জেলায় বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন বাজার, স্কুল, কলেজ মাদ্রাসায় ক্যাম্পেইন, র‌্যালী ও আলোচনা সভা।