karadandoo

দৈনিকবার্তা-গাজীপুর, ৫ জুলাই: গাজীপুরের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত শনিবার দিবাগত রাতে তাদের প্রত্যককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড, পাঁচ শত টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

র‌্যাব-১-এর স্পেশাল কোম্পানীর কমান্ডার মো. মহিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে র‌্যাব-১ এর সদস্যরা ক্রেতা সেজে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজারের প্রিতম মিষ্টান্ন ভান্ডার নামের মিষ্টির দোকানে অভিযান চালায়। এসময় ওই দোকান থেকে স্থানীয় পিরুজালী এলাকার মেহেদী হাসান ওরফে সবুজ (২১), মো. নাহিদ (২১), ইজাদুর রহমান (১৯) ও সাইফুল ইসলামকে (২২) আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩৫পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে ওই রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যানার্জী আটককৃতদের প্রত্যককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড, পাঁচ শত টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।